History

তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসাটি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন ০৯ নং দাউদপুর ইউনিয়নের অসংখ্য আলিম উলামাদের জন্মভূমি ঐতিহ্যবাহী তুরুকখলা গ্রামে পিছিয়ে পড়া নারী সমাজকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলার লক্ষ্যে তৎকালীন সিলেট জেলার মধ্যে একমাত্র বালিকা মাদ্রাসা হিসাবে ১৯৭৭ ইংরেজি সনে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।
১৯৮৪ ইংরেজি সনের ১লা জানুয়ারি হইতে মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল শ্রেণীর পাঠদানের প্রাথমিক অনুমতি লাভ করে। ০১/০১/১৯৮৬ খ্রি: হইতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের দাখিল স্তরের স¦ীকৃতি লাভ করত: দাখিল স্তর এমপিও ভুক্ত হয়। মাদ্রাসাটিতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। মাদ্রাসায় পাঠদানের জন্য যুগোপযোগী যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক স্টাপ রয়েছেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাসার বোর্ড পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড সহ ভালো ফলাফল অর্জন করে আসছে। অত্র উপজেলার মধ্যে নারী শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ মাদ্রাসায় আলিম শ্রেণী খোলার উদ্যোগ গ্রহন করেন। তাদের সুচিন্তিত পরামর্শ ও আর্থিক সহযোগিতার মাধ্যমে ১লা জুলাই ২০০৮ খ্রি: হইতে আলিম শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক ০১/০৭/২০১১ খ্রি: তারিখ হইতে আলিম শ্রেণী পাঠদানের প্রাথমিক অনুমতি লাভ করে। আলিম বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীগন অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। যার ফলে মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ০১/০৭/২০১৬ খ্রি: তারিখ হইতে আলিম স্বীকৃতি লাভ করে ০১/০৭/২০১৯ খ্রি: তারিখ হইতে আলিম স্তর এম.পি.ও ভূক্ত হয়। বর্তমানে তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসাটি সিলেট জেলার মধ্যে নারী শিক্ষার বিস্তারে একটি সুপরিচিত প্রতিষ্ঠান। মাদ্রাসায় সুসজ্জ্বিত শেখ রাসেল ডিজিটাল ল্যব বিদ্যমান রয়েছে।